খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ : ভেনেজুয়েলার বিপক্ষেও অধিনায়ক নেইমারকে পাচ্ছে না ব্রাজিল। কিন্তু দলের সেরা তারকাকে ছাড়াই সাফল্য পেতে আত্মবিশ্বাসী মার্সেলো। রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলোর মতে, নেইমারের শূন্যতা পূরণে যথেষ্ট যোগ্যতাসম্পন্ন খেলোয়াড় ব্রাজিল দলে আছে। বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম রাউন্ডে গত বুধবার চিলির বিপক্ষে ম্যাচে অবশ্য ব্রাজিল দলে নেইমারের অনুপস্থিতি ভালোভাবেই টের পাওয়া যায়। ম্যাচটিও শেষ পর্যন্ত ২-০ গোলে হারে কার্লোস দুঙ্গার দল। ফিফার নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে হতে যাওয়া ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না নেইমার। রক্ষণের গুরুত্বপূর্ণ খেলোয়াড় দাভিদ লুইসও চোটের কারণে খেলতে পারবেন না। গোলরক্ষক মার্সেলো গ্রোহেকেও পাবে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে নেইমারের না থাকাটাই বড় দুশ্চিন্তার কারণ হতে পারে ব্রাজিলের জন্য। লেফট-ব্যাক মার্সেলো অবশ্য নেইমারের না থাকাটা অত বড় করে দেখছেন না। “নেইমার অনেক সাহায্য করে, অবশ্যই আমরা তার অভাব বোধ করব। তবে দলে অন্য খেলোয়াড় আছে যারা তার জায়গায় খেলতে পারে এবং দলকে সাহায্য করতে পারে।