Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ : ইউরো ২০১৬ বাছাইয়ের গ্রুপ পর্বের শেষ ম্যাচে 82পরপর ২টি লাল কার্ড দেখে ৯ জনের দলে পরিণত হওয়া সার্বিয়াকে ২-১ গোলে হারিয়ে টানা সপ্তম জয় তুলে নিলো ফার্নান্দো সান্তোসের পর্তুগাল। ডেনমার্কের বিপক্ষে জয় দিয়েই আই গ্রুপ থেকে ইউরোর চূড়ান্ত পর্ব নিশ্চিত করে পর্তুগাল। তাই এদিন সার্বিয়ার বিপক্ষে, দলের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রামে রেখেই মূল একাদশ মাঠে নামান পর্তুগিজ কোচ সান্তোস। আর সি আর সেভেনের জায়গায় দলের অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে দারুণ সূচনা করেন ন্যানি। খেলা শুরুর ম্যাচের মাত্র ৫ মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন তিনি। প্রথমার্ধে পাল্টাপাল্টি বেশ কয়েকবার আক্রমণ হলেও গোল করে সমতায় ফিরতে ব্যর্থ হয় সার্বিয়া। ফলে ১-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পর্তুগাল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পরিশোধ করতে মরিয়া হয়ে পড়ে সার্বিয়া। ফলাফল স্বরূপ ৬৫ মিনিটে তসিকের গোলে সমতায় ফেরে সার্বিয়া। তবে আবারও এগিয়ে যেতে সময় নষ্ট করেনি পর্তুগিজরা। ম্যাচের ৭৮ মিনিটে পর্তুগালকে আবারও লিড এনে দেন মতিনহো। ফলে ২-১ এ এগিয়ে যায় পর্তুগাল। ম্যাচের ৭৯ ও ৮১ মিনিটে সার্বিয়ার কোলারভ ও ম্যাটিক লাল কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয় সার্বিয়ানরা। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে আর কোনো গোল না হলে ২-১ এ জয় পেয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।