খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ : আসছে হিন্দুধর্মালম্বীদের সবচেয়ে বড় আসর শারদীয় দুর্গাপূজা। তাই পুজাতে সকলেই চান আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সঙ্গে সময় কাটাতে। একটু বেড়িয়ে আসতে। তাই এ সময়টাতে নিজেকে একটু সুন্দর-ফ্রেসভাবে উপস্থাপন করতে কে না চায়। পাঠকদের জন্য তাই পুজা আসার আগেই রূপচর্চার কিছু আগাম প্রস্তুতি দেয়া হল। ১. শুষ্ক ত্বকের জন্য কমলা লেবুর খোসা শুকিয়ে গুঁড়া করে একটি বোতলে ভরে রাখুন। গোসলের সময় কাঁচা দুধে গুড়া মিশিয়ে মুখে, কাঁধে ও গলায় মেখে ৫ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন ব্যবহার করবেন। ২. মিশ্র ত্বকের জন্য ১ পিস পাউরুটি, এক চামচ মধু, ২ চা চামচ দুধ, আধা চা চামচ কমলালেবুর রস মিশিয়ে যেখানে ব্ল্যাক ও হোয়াইট হেডস আছে সেখানে লাগিয়ে রাখুন ১০ মিনিট, শুকিয়ে গেলে পানি দিয়ে হালকা ম্যাসাজ করে ধুয়ে নিন। সপ্তাহে ৩দিন ব্যবহার করুন। ৩. তৈলাক্ত ত্বকের জন্য ২ চা চামচ মোটর ডালের গুঁড়া, ২চা চামচ ময়দা, ২চা চামচ বাদাম তেল, ২ চা চামচ গোলাপ পানি মিশিয়ে মুখ ও গলায় লাগিয়ে রাখুন ২০ মিনিট হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ দিন ব্যবহার করবেন। শুধু পূজার জন্যই নয় নিয়মিত এভাবে পরিচর্যা করলে সারা বছরই থাকতে পারবেন আকর্ষণীয় এবং ঈর্ষণীয় সুন্দর।