খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ : ঢাকার বেইলী রোডে মন্ত্রীবর্গের জন্য ৪০টি ফ্ল্যাট নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল মঙ্গলবার একনেক বৈঠকে এ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিবেন একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্ররিকল্পনা কমিশন সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, বর্তমান সরকারের সময়ে মন্ত্রী সভার আকার বৃদ্ধি, মন্ত্রীদের বিদ্যমান বাড়িগুলো পুরাতন হওয়ায় রক্ষণাবেক্ষণ ব্যয় সহ বিভিন্ন করনে আবাসন ভবন নির্মাণ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেয়া হয়েছে। জুলাই ২০১৫ থেকে জুন ২০১৮ সাল নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন করবে গণপূর্ত অধিদফতর। এই বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের পরিকল্পনা সেলের উপ-প্রধান জালাল আহমেদ জানান, মন্ত্রী সভার আকার বৃদ্ধিসহ বিভিন্ন করণে মন্ত্রীদের আবাসন সংকট দেখা দিয়েছে। প্রথম ধাপে ১০২ কোটি টাকা ব্যয়ে ২৮টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। দ্বিতীয় ধাপে করা হবে আরও ১২টি ফ্ল্যাট। মন্ত্রণালয় সূত্র জানায়, প্রকল্প নির্মাণ এলাকায় ভূমিকম্প ও মাটির পর্যাপ্ত ভার বহন ক্ষমতা যাচাই করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভবনের নকশা প্রণয়ন করা হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে(এডিপি) প্রকল্পের জন্য বছর ভিত্ত্বিক বরাদ্দাও রাখা হয়েছে। প্রকল্পের ব্যয়ের জন্য ২০১৫-১৬ অর্থবছরে ৩৩ কোটি ৭৫ লাখ, ২০১৬-১৭ অর্থবছরে ৪৩ কোটি ৮৯ লাখ এবং ২০১৭-১৮ অর্থবছরে ২২ কোটি ৩৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয় সূত্র আরও জানায়, ফ্ল্যাট সংলগ্নে রোড নির্মাণ করা হবে। সীমানা প্রাচীর, ফায়ার এক্সটিংগুইশার, গ্যাস সংযোগ, পানি সরবরাহ, বিদ্যুতায়ন এবং চারটি গাড়ি কেনা হবে। জানা গেছে, নগরীর কয়েকটি স্থানে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছেন মন্ত্রীরা। এতে করে সরকারের আইনশৃঙ্খলাসহ নানা খাতে কয়েকগুন অধিক ব্যয় হচ্ছে। মন্ত্রীরা একই জাগায় থাকলে সরকারের অনেকাংশে ব্যয় কমে আসবে। সেই লক্ষ্যটি সামনে রেখেও প্রকল্পটি হাতে নেয়া হচ্ছে। মন্ত্রীরা একছাদের নীচে বসবাস করলে মন্ত্রীদের জন্য রাতে পৃথক পৃথকভাবে নিরাপত্ত্বারও দরকার হবে না।