খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ :১২ অক্টোবর, সোমবার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণের সঙ্গে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের “মতবিনিময় সভা” প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান এতে সভাপতিত্ব করেন। পরিচালক পর্ষদের সদস্য এবং বোর্ড এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ড সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোহাম্মদ আবদুল জলিল, মোঃ ফজলুল করিম এবং মুহাম্মদ মাহ্মুদুল হক। সভায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, কর্পোরেট শাখার প্রধানবৃন্দ, ব্যাংকের নির্ধারিত জোনসমূহের প্রধানগণ এবং নির্বাচিত শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় ২০১৫ সালের বার্ষিক লক্ষ্যমাত্রার আলোকে ব্যাংকের শাখা সমুহের অগ্রগতি, ভবিষ্যত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবসায়িক পরিকল্পনা এবং শ্রেণীবিন্যাসিত বিনিয়োগ আদায়ে অগ্রগতি বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জোনাল হেড ও শাখা ব্যবস্থাপকবৃন্দের সঙ্গে আলোচনা করেন।