Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ : পাকিস্তানের ইসলামাবাদের উপ-হাইকমিশনার 93এলিসন ব্লেককে বাংলাদেশের হাইকমিশনার পদে নিয়োগ দিয়েছে যুক্তরাজ্য সরকার। যুক্তরাজ্যের ফরেন এন্ড কমনওয়েলথ অফিস সোমবার এক বার্তায় এই তথ্য জানান। যুক্তরাজ্যের বর্তমান হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসনের স্থলাভিষিক্ত হবেন এলিসন ব্লেক। সামনের জানুয়ারিতে নতুন হাইকমিশনারের তার পদে যোগ দেওয়ার কথা রয়েছে। যুক্তরাজ্যের ফরেন এন্ড কমনওয়েলথ অফিস জানিয়েছে, শিক্ষা জীবন শেষে এলিসন ব্লেক ১৯৮৯ সালে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি যুক্তরাষ্ট্র, কনফ্লিট গ্রুপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যুক্তরাজ্যের প্রতিনিধিত্ব করেন। যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল পিটার এ হেনরির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন যুক্তরাজ্যের এই কূটনীতিক।