খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ : বিগত ৩৬ ঘণ্টার ব্যবধানে ১২ হাজার ২২০ অভিবাসন প্রত্যাশী শরণার্থী পূর্ব অস্ট্রিয়ায় প্রবেশ করেছে। শরণার্থীরা বলকান অঞ্চল থেকে উত্তর ইউরোপে অনুপ্রবেশ অব্যাহত রেখেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। সোমবার পুলিশ এ কথা জানায়। খবর এনডিটিভির। পুলিশ জানায়, রবিবার ৮ হাজার ৫৪০ শরণার্থী হাঙ্গেরির নিকেলসড্রফ সীমান্ত দিয়ে জার্মানিতে প্রবেশ করে। রবিবার মধ্যরাত থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত প্রবেশ করে আরও ৩ হাজার ৬৮০ জন। শরণার্থীদের ইউরোপে প্রবেশ অব্যাহত আছে। তবে বিগত ৩৬ ঘণ্টায় ইউরোপে শরণার্থীদের প্রবেশের হার সাম্প্রতিক দিনগুলোর তুলনায় অনেক বেশি ছিল। পূর্ববর্তী সপ্তাহগুলোতে গড়ে ৫ হাজার ৫০০ জনের মতো শরণার্থী জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করেছে। পুলিশের মুখপাত্র গালার্ড কোলার বলেন, সম্প্রতি গ্রিস হয়ে শরণার্থীরা মেসেডোনিয়ায় প্রবেশ করেছে। তারা সার্বিয়া, ক্রোয়েশিয়া এবং হাঙ্গেরি হয়ে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার উদেশে এ অনুপ্রবেশ করছে। কোলার বলেন, এটা রেকর্ড নয়; গত মাসে দিনে গড়ে ১২ থেকে ১৪ হাজার শরণার্থী ইউরোপে প্রবেশ করেছিল। হাঙ্গেরির পুলিশ বলেছে, রবিবার ৭ হাজার ৮৭৯ শরণার্থী দেশটিতে প্রবেশ করেছে, শনিবার প্রবেশ করেছিল আরও ৭ হাজার ৯০৭ জন। প্রসঙ্গত, চলতি বছরে শরণার্থীদের নিয়ে ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছে ইউরোপের দেশগুলো। শরণার্থীদের আশ্রয় দেবার বিষয়ে সদস্য দেগুলোর মধ্যে মতপার্থক্যও দেখা দিয়েছে। সিরিয়া, ইরাক এবং আফগানিস্তানসহ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এসব শরণার্থী ইউরোপে প্রবেশ করছে।