খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ : ভারতজুড়ে অনেক বিপজ্জনক রাস্তা রয়েছে। যেখানে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারাচ্ছে। তেলেঙ্গানার পেদ্দাকুন্তা গ্রামে এমনই একটি রাস্তা রয়েছে যা ‘হত্যাকারী রাস্তা’ বা কিলার রোড হিসেবে পরিচিত। এ রাস্তা পার হয়ে অনেক পুরুষের মৃত্যু হয়েছে। তাই এ গ্রামটি বিধবাদের গ্রাম হিসেবেও পরিচিত। খবর এনডিটিভির। খবরে বলা হয়, পেদ্দাকুন্তা গ্রামের জাতীয় হাইওয়ের রাস্তা ক্রস করার সময় অনেক লোক প্রাণ হারিয়েছে। এতে অনেক নারী বিধবা হয়েছেন। ২০০৬ সালে রাস্তাটি নির্মাণ করা হয়। রাস্তাটি দিয়ে প্রতিদিনই পেদ্দাকুন্তা গ্রামবাসীকে পার হয়ে কাজে যেতে হয়। আর রাস্তা পার হওয়ার সময় গ্রামটির ৩৫ জন পুরুষের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে শুধু একজন বৃদ্ধ ছিলেন। স্থানীয়রা জানায়, এ রাস্তা ৩৫ জন নারীকে বিধবা করেছে। কুরা আসলি (২৩) নামে এক বিধবা জানান, আমার স্বামী, ভাই এবং বাবা এ রাস্তা পার হতে গিয়ে প্রাণ দিয়েছেন। তাই আমাদের পরিবারকে দেখার আর কেউ নেই। আরও এক বিধবা তার মৃত স্বামীর নিজের শরীরে ঝুলিয়ে রেখে বাইপাসে শুয়ে আছেন। ওই রাস্তা পার হওয়ার সময় তার স্বামীও মারা যান। তাই নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য স্থানীয়ারা ওই বাইপাসে একটি সুড়ঙ্গ তৈরির আবেদন জানিয়েছেন। কেননা প্রতিদিনই ওই রাস্তা পার হয়ে জীবনের তাগিদে তাদের শহরটির প্রাণকেন্দ্রে যেতে হয়। বিধবাদের দাবি রাজ্য সরকারের কাছে বারবার আবেদন করেও তারা এর কোনো প্রতিকার পাননি। তিন সন্তানের জননী বিধবা কে মনি আক্ষেপের সূরে বলেন, ‘কেউ আমাদের দেখার নেই, সবাই শুধু আসে, ছবি তুলে এবং চলে যায়। আমার কোন গ্যাস স্টভ নেই, এমনকি গোসলখানাও নেই। কিন্তু কেউ আমাদের সাহায্য করার জন্য এগিয়ে আসছে না। প্রসঙ্গত, ভারতে প্রতি বছর ২৩ হাজার লোক সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষজ্ঞরা বলছেন, সড়কের নিম্ন মান, চালকের অদক্ষতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে এসব দুর্ঘটনা ঘটছে।