খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ : স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন-১৬ (১) অনুযায়ী বোর্ড সভা আহ্বান করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্স। আগামী ২১ অক্টোবর বুধবার এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন বেলা ৪ টায় অনুষ্ঠেয় সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। কোম্পানিটির চলতি হিসাব বছর শেষ হবে ৩১ ডিসেম্বর। ২০০১ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।