খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ : ভারতের মুম্বাইয়েরস সিয়ন হাসপাতালে মৃত ঘোষিত এক ব্যক্তি পোস্ট-মর্টেম করার আগ মুহুর্তে ঘুম থেকে জেগে উঠেছেন। চিকিৎসকরা তাকে ভুলক্রমে মৃত ঘোষণা করেছিলেন। এ ঘটনার মাধ্যমে হাসপাতালটির চরম অব্যবস্থাপনার দৃশ্য ফুটে উঠেছে। খবর এনডিটিভির। পুলিশ জানায়, রবিবার একজন চিকিৎসক ভুলক্রমে ওই রোগীকে পোস্ট-মর্টেম করতে পাঠান। স্থানীয় সময় রবিবার বেলা ১১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। সিয়ন থানার পুলিশ জানায়, রবিবার তাদের কাছে খবর আসে রাস্তায় এক ব্যক্তি অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন। পুলিশ তাকে সিয়ন হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসা শুরু হয় অনেক দেরিতে। কয়েক ঘন্টা পরেই ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপর ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের ঠিক আগে এক কর্মীর চোখে ‘মৃত’ ব্যক্তির প্রাণের স্পন্দন ধরা পড়ে। এরপরই তাকে ফের চিকিৎসার জন্য হাসপাতালের বেডে নিয়ে আসা হয়। এই গাফিলতির বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে হাসপাতালের ডিনের কাছে চিঠি লিখে বিস্তারিত তথ্য জানাতে বলেছে পুলিশ। পুলিশ জানায়, ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।ক্ষুধার্ত ও অসুস্থ অবস্থায় ওই ব্যক্তি বেশ কয়েকদিনই রাস্তার ধারে পড়েছিলেন। কার গাফিলতিতে জীবিত ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হল তা তদন্ত করে দেখছে পুলিশ।