Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ : মাদারীপুরে মহিলা আওয়ামী লীগের কমিটি 107গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। দফায় দফায় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সংঘর্ষে আহত হয়েছেন ৪০ জনেরও বেশি। আহতরা হলেন— শুক্কুর আলী, মো. নান্নু বাওয়ালী, সাইফুল ইসলাম, সুমন মিয়া, শহিদুল বাওয়ালী, ওসমান মাতুব্বর, জালাল মোল্লা, সাদেক শেখ, হামেদ কাজী। বাকিদের নাম পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকেলে মাদারীপুর ও নড়াইলের সংরক্ষিত আসনের মহিলা এমপি রোকসানা ইয়াসমিন ছুটির উপস্থিতিতে খালিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়। ইউনিয়ন নেতাদের নাম প্রস্তাব নিয়ে খালিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক মোল্লা ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহ আলম মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ওই সময় হাতাহাতি ও পরিষদের আসবাবপত্র ভাঙচুর করা হয়। এরই জের ধরে সোমবার সকাল থেকে ওই দুই গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৪০ জন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০ রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভুঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. জাহিদুল আমিন বলেন, ‘একসঙ্গে সংঘর্ষের অনেক রোগী আসায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। তারপরও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এরই মধ্যে ১৫ জনেরও বেশি রোগী ভর্তি হয়েছেন। বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।