Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ : গাইবান্ধার সুন্দরগঞ্জ-১ আসনের সরকার দলীয় 109এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের শিশুকে গুলির ঘটনাটি আগের দিনে সিনেমার দৃশ্যে দেখেছি বলে মন্তব্য করেছেন হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম। এমপি লিটনের আগাম জামিনের শুনানির এক পর্যায়ে সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম বলেন, আগে সিনেমায় দেখেছিসকাল বেলা এভাবে একজন বের হয়ে পাখিকে গুলি করতো,কবুতরকে গুলি করতো। এমপি লিটন শিশু সৌরভকে যেভাবে গুলি করেছে সেটি আগের দিনের সিনেমার মতো। সে ঐদিন সালে বের হয়ে সৌরভকে গুলি করেছিলো। এ সময় আদালতের ভিতরে স্ংাসদ মঞ্জুরুল ইসলাম লিটন ফুলহাতা সাদা শার্ট, ছাই কালারের প্যান্ট পরিহিত অবস্থায় এজলাসের সামনে মাথা নিচু করে দাড়িয়ে ছিলেন। তাকে চিন্তিত ও ভীতু দেখাচ্ছিলো। আদালতে শুনানিতে লিটনের আইনজীবী মোকছেদুল ইসলামবলেন, মিডিয়ায় লেখালেখি ও স্থানীয় এলাকায় বিশেষপরিস্থিতির কারণে অঅমার মক্কেল বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে পারছেন না, তাই আইনের প্রতি শ্রদ্ধাশীলহয়ে একজন এমপি হিসেবে হাইকোর্টে জামিনের জন্য এসেছি। তখন অ্যাটর্নি জেনারেল জামিনের বিরোধীতা করে বলেন,একজন জনপ্রতিনিধি এ কাজ কিভাবে করেন? এমনকি এই এমপিঅপরাধের বিরোধীতা করে কোনো বিবৃতিও দেননি। এছাড়া আপিল বিভাগের নির্দেশনা মতে তাকে আগাম জামিন দেয়াযায়না। তাই তাকে এখন পুলিশ হেফাজতে তুলে দেয়া উচিত।তিনি বলেন, মাইলর্ড তাকে কাস্টডিতে দিন।