Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ : তুরস্কের রাজধানী আঙ্কারার শান্তি সমাবেশে 113জোড়া বোমা হামলা আইএসের কাজ বলে সন্দেহ করছেন দেশটির প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। শনিবারের ওই হামলায় প্রায় ১০০ লোক নিহত হয়। খবর বিবিসির। এখন পর্যন্ত কোন পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি। তবে সরকারের ধারণা ২ জন আত্মঘাতী হামলাকারী বোমা ২টির বিস্ফোরণ ঘটায়। সরকারি হিসাবে ৯৭ জন নিহত হয়েছে তবে সমাবেশের প্রধান আয়োজক দলের দাবি নিহতের সংখ্যা ১২৮। গত শনিবার আঙ্কারার প্রধান রেলস্টেশনের কাছে সমাবেশ যোগ দিতে জড়ো হওয়া লোকজনকে লক্ষ্য করে পর পর ২টি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। সরকারি বাহিনী ও স্বাধীনতাকামী বামপন্থি পিকেকে বিদ্রোহীদের মধ্যে চলমান সহিংসতা বন্ধের দাবিতে সমাবেশটির আয়োজন করা হয়েছিল। তিন দিনের রাষ্ট্রীয় শোকের মধ্যেই হামলার প্রতিবাদে রবিবার বিশাল বিক্ষোভ সমাবেশ করা হয়। আহমেদ দাভুতোগলু স্থানীয় এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে দাবি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে এই হামলা চালানো হয়েছে। আগামী ১ নভেম্বর এই নির্বাচন হওয়ার কথা রয়েছে। গত জুনের নির্বাচনে সরকার গঠন করার মতো আসন পায়নি কোন দল। প্রসঙ্গত, শনিবারের হামলায় নিহতদের অধিকাংশই কুর্দিপন্থি এইচডিপি দলের সমর্থক। দলটি এখন সবধরনের নির্বাচনী সমাবেশ বাতিল করার চিন্তা করছে।