খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ : ভোলাহাটে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রবিবার জাতীয় কন্যা শিশু দিবস/১৫ পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিক। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, সমাবায় কর্মকর্তা আলাউদ্দিন পরামাণিক, মহিলা বিষয়ক কমৃচারী আঞ্জুমানারা পারভিনসহ অন্যরা।