খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫, ফেনী : দেশে যখন যুদ্ধাপরাধী বিএনপি নেতা সাকা চৌধুরী ও জামায়াত নেতা মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করা হচ্ছে ঠিক তখন বিচার প্রক্রিয়া ব্যাহত করতে ও স্বাভাবিক পরিস্থিতিকে অস্বাভাবিক করার জন্য দুই বিদেশী নাগরিককে হত্যা করা হয়েছে। রোববার রাতে ফেনী প্রেস ক্লাবে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে জাসদ নেত্রী ও সাংসদ শিরিন আখতার এমন মন্তব্য করেন।
তিনি বলেন, দেশ যখন মধ্যম আয়ের দেশে দিকে ধাবিত হচ্ছে ঠিক সেসময় চক্রটি দেশের আইন শৃংঙ্খলা পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে। বিচারকদের নানা ভাবে ফুঁসলানোর চেষ্ঠা চলছে। যত বাঁধাই আসুক বর্তমান সরকার সকল যুদ্ধাপরাধীর রায় কার্যকর করবে।
ফেনী প্রেস ক্লাব সভাপতি নুরুল করিম মজুমদারে সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জমির বেগ’র সঞ্চালনায় মতবিনিময় সভার বক্তব্য রাখেন সাবেক সভাপতি মীর হোসেন মীরু, বখতেয়ার ইসলাম মুন্না, রবিউল হক রবি, রফিকুল ইসলাম, শওকত মাহমুদ, নাজমুল হক শামীমসহ ফেনীতে কর্মরত বিভিন্ন গণ-মাধ্যম কর্মীরা।
ফেনীকে বিভাগ করার দাবীতে ফেনীর জনগনের আন্দোলনের সাথে একাত্বতা ঘোষনা করে সর্বাত্বক সহযোগীতার আশ্বাস দিয়েছেন শিরিন আখতার।