Tue. Jul 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

kurigramখোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫, ফুলবাড়ী, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী ডিগ্রী কলেজকে জাতীয়করণের দাবিতে সোমবার কলেজ ক্যাম্পাসের আমতলায় দুপুর ১২ টায় সংবাদ সম্মেলন করেছে কলেজ কর্তৃপক্ষ। ফুলবাড়ী ডিগ্রী কলেজে অধ্যয়নরত দাসিয়ারছড়ার ছাত্র-ছাত্রিদের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাব ফুলবাড়ীর সাংবাদিকদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু। এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, কলেজের শিক্ষার্থী অধুনালুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার বাসিন্দা হাসেম আলী, শিক্ষার্থী জাহিদ হাসান নয়ন, মিল্টন খন্দকার প্রমূখ। দাবির মূল বিষয়বস্তু তুলে ধরে কলেজ অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু বলেন, ফুলবাড়ী উপজেলা শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে। এখানে কোন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নেই। তাই অবহেলিত এ উপজেলার বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী ডিগ্রী কলেজকে জাতীয়করণ করা সময়ের দাবি। এ কলেজটি জাতীয়করণ হলে অধুনালুপ্ত ছিটমহল দাসিয়ারছড়াবাসীসহ এ উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া এ অঞ্চলের মানুষের আধুনিক শিক্ষার সুযোগ প্রসারিত হবে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ঐতিহ্যবাহী ফুলবাড়ী ডিগ্রী কলেজকে জাতীয়করণ করা হবে এই প্রত্যাশা করেন তিনি। এ কলেজকে জাতীয়করণের লক্ষ্যে ২৩ আগস্ট, ২০১৫ খ্রি: তারিখে প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন করা হয়েছে বলেও তিনি জানান। সংবাদ সম্মেলনে জানানো হয় ৫.৫৬ একর জমিতে অবস্থিত এ কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা শাখা, উচ্চ মাধ্যমিক বিএম, ডিগ্রী পর্যায়ে বিএ, বিএসএস, বিবিএস ও বিএসসি কোর্স চালু আছে।