Tue. Jul 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

gopalganjখোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা শহরের প্রতিষ্ঠিত জুয়েলার্স মালিক রসময় বাইন সোমবার এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন যে গত ৮ অক্টোবর তারিখে বিভিন্ন পত্রিকায় তাকে নিয়ে যে বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হয়েছে তাতে তিনি মর্মাহত হয়েছেন। তার দায়েরকৃত চাঁদাবাজি মামলায় মনিরুজ্জমান পিনুর ছেলে লিয়ন গ্রেফতার হওয়ার পর লিয়নের মা মাহামুদা বেগম লিপচা সহ পরিবারে সদস্যদের বক্তব্য পুরোপুরি ভ্রমাত্মক বলেও তিনি দাবী করেছেন। তিনি অতীতে স্বর্নালংকারের বিনিময়ে সুদে কোন টাকা ধার দেন নাই লিয়নকে। এসব বক্তব্যে তার ব্যাবসায়ীক সুনাম ক্ষুন্ন হচ্ছে বলেও তিনি লিখিত বক্তব্যে জানিয়েছেন। গত ৫ অক্টোবর লিয়ন ও টিটো নামে দুই জন চাঁদাবাজ স্বর্ন ব্যাবসায়ী রসময় বাইনকে মারপিট এবং এক লাখ টাকা চাঁদা দাবী করলে সে মামলা দায়ের করে। পরে পুলিশ লিয়নকে গ্রেফতার করে কারাগারে প্রেরন করেছে। এ ঘটনার পর লিয়নের পরিবারের পক্ষ থেকে রসময় বাইনকে আবারো জীবন নাশের হুমকি দিলে রসময় বাইন গত ৮ অক্টোবর সদর থানায় একটি জিডি করেছেন। রসময় বাইন দাবী করেছেন লিয়ন ও টিটোর পরিবারের পক্ষ থেকে তাকে অব্যাহতভাবে হুমকি দেয়া হচ্ছে।
এদিকে শহরের জিম ক্লিনিকের মালিক সোমবার লিখিত বক্তব্যে বলেছেন ৮ অক্টোবর তারিখে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে তাকে নিয়ে প্রকাশিত সংবাদটি সঠিক নয়। তিনি সালমা সুলতানা শিলাকে সিজারিয়ান করে নবজাতক ডেলিভারি করেছিলেন। সালমা সুলতানা শিলা অন্য কারনে মারা গেলে তার জন্য তিনি বা ক্লিনিক কর্তৃপক্ষ দায়ী নয়। শিলার কিডনি জনিত সমস্যায় মৃত্যু হয় ৩ অক্টোবর। গভবর্তী অবস্থায় ২৭ সেপ্টেম্বর তারিখে সালমা সুলতানা শিলা জিম ক্লিনিকে ভর্তি হলে তখন তার কিডনি সমস্যার কথা পরিবারের পক্ষ থেকে কেউ জানায় নাই। সালমা সুলতানা শিলার মৃত্যুর জন্য জিম ক্লিনিক কর্তৃপক্ষ দায়ী নয় বলে ডা:হাফেজ মাহাফুজুর রহমান লিখিত বক্তব্যে জানিয়েছেন।