Tue. Jul 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

dinajpurখোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫, কাহারোল, দিনাজপুর : দিনাজপুর জেলার কাহারোল উপজেলার আসন্ন শারদীয় দূর্গা পূজা সুষ্ঠ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে গতকাল সোমাবর বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাহারোল থানা অফিসার ইনচার্জ পৃথ্বীশ কুমার সরকার, পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপেশ চন্দ্র রায়। উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার মোঃ আব্দুর রাজ্জাক চৌধুরী। সভায় উপজেলার প্রতিটি দূর্গা পূজা মন্দিরের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন। উপজেলায় এবার ৯৮টি মন্ডবে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ, আনসার ভিডিপি, গ্রাম্য পুলিশ সহ স্বেচ্ছাসেবক কাজ করবে।