খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫, মুকসুদপুর, গোপালগঞ্জ : দুর্গাপূজা দিন যতই ঘনিয়ে আসছে দেব দেবতার মূর্র্তি তৈরীর কাজে কারিগররা ততই ব্যস্থ হয়ে উঠছেন। এবার গোলগঞ্জের মুকসুদপুর উপজেলা পৌর সদর সহ ১৬ টি ইউনিয়নে প্রায় ২৬৮ পুজা মন্ডপে দূর্গা অনুষ্ঠিত হবে। আগামী ১৯ অক্টোবর থেকে হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ উৎসব শারদীয় দূর্গাপুজাকে সামনে রেখে মন্ডপে মন্ডপে মূর্র্তি তৈরীর কাজ। কিছু কিছু মন্ডপে প্রতিমা তৈরীর কাজ ইতোমধ্যে সম্পন্ন হলে বেশীর ভাগ মন্ডপের প্রতিমা তৈরীতে রাত-দিন পরিশ্রম করছেন প্রতিমা শিল্পীরা। যেন তাদের বানানো দেব দেবতা মুর্র্তি বা প্রতিমার সাজ-সজ্জার যেন কোন অবস্থায় কোন কিছুর কমতি না হয়। দেব-দেবি প্রতিমা তৈরীর প্রতিটি কারিগর যেন প্রতিযোগিতা করে তাদের মনের মতো সাজ সজ্জা দিয়ে দেব দেবতাকে সাজাচ্ছেন যেন তাদের একটাই লক্ষ অন্যার চেয়ে তাদের বানানো মুর্তি সুন্দর হয়, আকর্ষনীয় হয়। মুকসুদপুর পূজা উৎযাপন কমিটি ও স্থানীয় প্রশাসন সূত্রে জানাগেছে এবারে উপজেলার পৌর ২৬৮ টি মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। তবে এখন পর্যন্ত উপজেলায় কোথাও কোন ঝুঁকিপূর্ন পুজা মন্ডপের খবর পাওয়া যায়নি।