Tue. Jul 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

faridpurখোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫, ভাঙ্গা, ফরিদপুর : ফরিদপুর জেলার সদর উপজেলার মাচচর ইউনিয়নের চন্ডীপুর গ্রামে শাহ ছব্দুল চাঁন পাক দরবার শরীফে জাকজমক ভাবে অনুষ্ঠিত হয়েছে সাধু সঙ্গ।
প্রতি বছর ১১ ও ১২ অক্টোবর শাহ ছব্দুল চাঁন পাক দরবার শরীফে অনুষ্ঠিত হয় সাধু সঙ্গ। তারই ধারা বাহিকতায় এবার গত রবিবার থেকে সোমবার বিকাল পর্যন্ত চলে সাধুদের এই মিলন মেলা। এ উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় দুই শতাধিক সাধু ,শিল্পী চন্ডীপুরে জমায়েত হয়। এ সময় তারা বিরামহীন ভাবে লালন গীতি পরিবেশন, সহ বিভিন্ন সাধু পুরুষের জীবনী আলোচনা করেন। এ ব্যাপারে এখানে আসা পাগল সাহেব আলী ,আলমগীর মাইজভান্ডারী, সহিদ সরকার, জিন্না সরকার ,অমর দাস ,তাদের অনুভুতি প্রকাশ করতে যেয়ে বলেন চন্ডীপুরে অমরা সমমনা কিছু লোক একত্রিত হতে পেরে খুবই আনন্দিত বোধ করছি। অনুষ্ঠানটি আয়োজনের মুল উদ্যোক্তা বাংলাদেশের সুপরিচিত বাউল শিল্পী আবুল সরকার এবং তাকে সার্বিক সাহায্য করেন আরেক বাউল শিল্পী আবু সাঈদ।