খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫, নান্দাইল, ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইল উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলি অধিদপ্তরের(এলজিইডির) আওতাধীন ৮৪১কিলোঃ রাস্তার বেহাল অবস্থা, রাস্তাগুলো বিভিন্ন যান ও জনসাধারন চলাচলের অনুপযোগি হওয়ায় পরায় জনদুর্ভোগ চরমে। নান্দাইল উপজেলা প্রকৌশল অধিদপ্তর থেকে জানা যায়, নান্দাইল এলজিইডির অধিণে মোট রাস্তা হল ৮৪১ কিলোঃ তার মাঝে পাকা ১৪৯কিলোঃ এইচবি ৭২কিলোঃ আরসিসি ০২কিলোঃ কাচাঁ ৬১৮ কিলোঃ। সরেজমিনে ঘুরে দেখা গেছে,সর্বত্র সড়ক গুলোর কার্পেটিং উঠে অসংখ্য খানাকন্দের সৃষ্টি হয়েছে।সাম্প্রতিক টানা বর্ষণে পাকা কাচা সড়কসহ ছোট বড় বিভিন্ন সড়কের অবস্তা আরো নাজুক হয়ে পরেছে এলজিইডির তিনটি সড়ক যানচলাচলে সম্পূর্ণ অনুপোযোগি হয়ে পড়েছে। এলইজিডির বিপর্যস্ত রাস্তাগুলো হচ্ছে কানুরামপুর থেকে বালি পাড়া ব্রিজ পর্যন্ত রাস্তা, নান্দাইল থেকে আঠারবাড়ি রাস্তা,মুশুল্লি থেকে কালিগঞ্জ বাজার রাস্তা।এছাড়া সাম্প্রতিক টানা বর্ষণে গ্রামের অনেক ছোট বড় কাচা রাস্তা বেশি ক্ষতি হয়েছে।সবছেয়ে উপজেলার এলইজিডির বড় রাস্তা প্রায় ১৮কিলো দীর্ঘ নান্দাইল দেওয়ানঞ্জ রাস্তাটি সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে যাওয়ায় সম্প্রতিক সারে ৭কোটি টাকা ব্যায়ে রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়েছে।এলাকাবাসী সিডিউল মোতাবেক কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন। এছাড়া এইচবি রাস্তাগুলোর ইট একশ্রেণীর অসাধু লোকেরা খুলে নিয়ে যাচ্ছে, মনে হয় দেখার যেন কেউ নেই। নান্দইল পৌরসভার শেষ সীমানা খালপাড় থেকে খাটিয়াবিল হয়ে ধূরুয়া গ্রামের শেষ সীমানা পর্যন্ত এইচবিকরণ রাস্তার বেশীরভাগ ইট অসাধু শ্রেণীর লোকেরা তুলে নিয় গেছে। এখন এ রাস্তা দিয়ে যান চলাচল দুরের কথা মানুষ চলাফেরা করাই দূরহ ব্যাপার। কাচা রাস্তাগুলোর অবস্থা আরো করুণ. একটু বৃষ্টি হলেই রা¯াÍাগুলো কর্দমাক্ত হয়ে পড়ে, পায়ে হেটে রাস্তা পাড়ি দেওয়া কষ্টসাধ্য। স্থনীয়জনগণের অভিযোগ রাস্তা সংস্কার বা নতুন রাস্তা নির্মানের সময়, স্থানীয় এলজিইডি অফিসের সুষ্ঠ তদারকির অভাবে নিম্মমানের ও দায়সারাভাবে কাজ করা হয়। উপজেলার ১২টি ইউনিয়নের পরিষদের সাখে এখনও উপজেলা সদরের কোনো রাস্তা পাকা করন নেই। এব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী আবুল খায়ের মিয়ার সাথে আলাপকালে জানান, গত অর্থ বছরে নান্দাইলে এলজিইডির বরাদ্ব কম খাকায় রাস্তার উন্নয়ন কাজ কম হয়েছে।