খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫: টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী এবং তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার মো. আলিমুজ্জামান। ১০ কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৪২৩ টাকা ঋণ খেলাপির দায়ে মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। এর আগে রবিবার বিকেল পর্যন্ত সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিসে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে আওয়ামী লীগ, কৃষক শ্রমিক জনতা লীগ, জাতীয় পার্টি (জেপি) ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তবে বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ করছে না। উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর।