খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫: বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসানকে নাশকতার মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছেন চেম্বার বিচারপতি। বিএনপির এ দুই নেতার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি করে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মঙ্গলবার এ আদেশ দেন। আদালত তার আদেশে বলেন, ‘নো অর্ডার’। আদালত নো অর্ডার আদেশ দিলে হাইকোর্টের জামিন আদেশ বহাল থাকে বলে আইনজীবী জানান। গত মাসে নাশকতার অভিযোগে রাজিব আহসানের বিরুদ্ধে চার ও বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের বিরুদ্ধে নাশকতার অভিযোগে দায়ের করা ৯ মামলায় জামিন দেন হাইকোর্ট। চলতি বছরের জানুয়ারীতে নাশকতার অভিযোগ এনে যাত্রাবাগীসহ রাজধানীর কয়েকটি থানায় আমানের বিরুদ্ধে ৯ ও রাজিব আহসানের বিরুদ্ধে পল্টন এবং মতিঝিল থানায় চারটি মামলা দায়ের করে পুলিশ। সে মামলা গুলোতে হাইকোর্ট থেকে গত অক্টোবর মাসে জামিন নেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ছাত্রদল সভাপতি রাজিব আহসান। আজ হাইকোর্টের সে আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে, শুনানি করে চেম্বার বিচারপতির আদালত নো অর্ডার আদেশ দেন। অর্থা] হাইকোর্টের জামিন বহাল রইলো। আজ আদালতে এই নেতাদের পক্ষে শুনানী করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানী করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।