Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫: ইউরো ২০১৬ বাছাইপর্বের ম্যাচে মারিও গাসপারের 104অভিষেক গোলে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করলো ডিফেন্ডিং চ্যাস্পিয়ন স্পেন। জাতীয় দলের হয়ে এদিন নিজের ১০০তম ম্যাচ খেলতে নামনে সেস ফেব্রিগাস। তবে নিজের মাইলফলক ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারলেন না এ মিডফিল্ডার। পেনাল্টি থেকে গোল করার সুযোগ আসলেও মিস করেন তিনি। এদিন ম্যাচের শুরু থেকেই অনেকটা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে স্পেন। শুরুটা দারুণ করা লা রোজারা ম্যাচের ২১ মিনিটেই নোলিতোর অসাধারণ পাস থেকে দ্রুত গতির এক হেডে ডিফেন্ডার মারিওর গোলে এগিয়ে যায়। এর তিন মিনিট পরেই নিজেদের লিড দ্বিগুন করতে পারতো স্পেন। তবে ইউক্রেন গোলরক্ষক আন্দ্রিয়া পায়তোভ দারুণ দক্ষতায় ফেব্রিগাসের শটটি ঠেকিয়ে দেন। ম্যাচের বাকি সময় স্পেন আরো কয়েকটি সুযোগ পেলেও তা থেকে গোল আদায় করতে না পারলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে দেল বস্কের শিষ্যরা। বাছাইপর্বের ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’তে শীর্ষে রয়েছে স্পেন। –