খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫: পুঁজিবাজারে স্বচ্ছতা বাড়ানো আর বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণে ২টি সার্ভিস চালু করেছে সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। এ ২টি সেবা গ্রহণ করে বিনিয়োগকারী সরাসরি সিডিবিএল থেকে জানতে পারবেন তার শেয়ারের স্থিতি, এসব শেয়ারের বাজার মূল্য। অন্যদিকে তার বিও হিসাব থেকে কোনো শেয়ার উঠানো হলে বা জমা হলে তার তথ্যও পাবেন তিনি। সেবা ২টির জন্যে বছরে আলাদাভাবে ২শ’ টাকা করে ফি দিতে হবে। প্রতিটি সেবার জন্যে দৈনিক গড়ে ব্যয় হবে হবে প্রায় ৫৫ পয়সা। দুটি সার্ভিসের গ্রাহক হলে ব্যয় হবে ১ টাকা ১০ পয়সা। জানা গেছে, সিডিবিএলের সেবা দুটির একটি হলো ইন্টারনেট ব্যালেন্স ইনকোয়ারি, অপরটি এসএমএস অ্যালার্ট সার্ভিস। এ সেবা পেতে হলে বিনিয়োগকারীদেরকে সিডিবিএলে রেজিষ্ট্রেশন করতে হবে। সূত্র মতে, ইন্টারনেট ব্যালেন্স ইনকোয়ারির মাধ্যমে একজন বিনিয়োগকারী বিশ্বের যে কোনো জায়গা থেকে; যে কোনো সময় তার বিও হিসাবের শেয়ার ব্যালেন্স এবং পোর্টফোলিওর মূল্য জানতে পারবেন। আর এসএমএস অ্যালার্ট সার্ভিসের মাধ্যমে একজন বিনিয়োগকারী প্রতিদিনের ডেবিট ও ক্রেডিটের তথ্য জানতে পারবে।