Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেন 106উত্থানে চলছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেন চলছে মিশ্র ধারায়। আজ ডিএসইতে লেনদেনের ১ম ঘণ্টায় ১শ’ ১০ কোটি ৮১ লক্ষ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সিএসইতে ৮ কোটি টাকা লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২শ’ ৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১শ’ ৫৯টি কোম্পানির। আর দর কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির। ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৯৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮২৪ পয়েন্টে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭০৭ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির।