Fri. May 9th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12118907_921316547944739_3258872646509731220_nখোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫: গতকাল রাত আনুমানিক ৯,৩০ গটিকায় পিরোজপুর জেলা বিএনপির সনির্ভর বিষয় সম্পাদক ও জনগণের ভোটে নির্বাচিত  সিকদার মল্লিক ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান চানের উপর আওয়ামিলীগের সন্ত্রাসী হামলা হয় । নজরুল ইসলাম খান এই হামলার তীবর নিন্দা জানান ও  হামলাকারীদের বিচারের আওতায় এনে পুলিশকে বাদী হয়ে মামলাদায়ের করার আহব্বান জানান,নাজিরপুর উপজেলা চেয়ারম্যান ও পিরোজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম খান ।