খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫: নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘শিক্ষাক্ষেত্রে কন্যাশিশুদের বৈষম্য দূর করতে হবে। এ ছাড়া কন্যাশিশুদের বিদ্যমান মৌলিক সমস্যাগুলো দূর করতে হবে।’ জাতীয় শিশু একাডেমীতে সোমবার বিশ্ব কন্যাশিশু দিবসের আলোচনায় তিনি এ সব কথা বলেন। বাংলাদেশ শিশু একাডেমী ও জাতীয়কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরাম আয়োজিত এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক’র সম্পাদক বদিউল আলম মজুমদার, শিশু একাডেমীর পরিচালক মোশারফ হোসেন প্রমুখ।