Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫: ইউরো-২০১৬ বাছাইপর্বের গ্রুপ ‘ই’ থেকে টানা ১০ 119ম্যাচে ১০ জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করল ইংল্যান্ড। সোমবার বাছাইপর্বের গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ড ৩-০ গোলে হারায় লিথুনিয়াকে। কোচ রয় হজসনের অধীনে দূর্দান্ত ফুটবল খেলছে থ্রি লায়ন্সরা। আর তারই ধারাবাহিকতায় ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ২৯ মিনিটে হ্যারি কেনের পাস থেকে গোলের সূচনা করেন ইংল্যান্ডের ব্রেকলি (১-০)। মিনিট ছয়েক বাদে লিথুনিয়ার ডিফেন্ডার আরলাউস বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন (২-০)। বিরতির পরও আক্রমনের ধারা বজায় রাখে রয় হজসনের শিষ্যরা। ৬২ মিনিটে ক্যায়েল ওয়াকারের পাস থেকে লিথুনিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন অ্যালেক্স (৩-০)। এবারের ইউরোর বাছাইপর্বে একমাত্র দল হিসেবে শতভাগ জয়ের রেকর্ড গড়ল ইংল্যান্ড। এর আগে আরও ছয়টি দেশ বাছাইপর্বে এমন রেকর্ড গড়েছিলো। অপরদিকে গ্রুপ ‘সি’ তে শীর্ষে থেকেই বাছাইপর্ব শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। তারা ইউক্রেনকে হারিয়েছে ১-০ গোলে। স্পেনের হয়ে জয়সূচক গোলটি করেন জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া মারিও গাসপার। তবে ব্যবধান দ্বিগুন করতে পারতো লা-রোজারা। কিন্তু অধিনায়ক সেস ফ্রেবিগ্রাসের শট ঠেকিয়ে দেন ইউক্রেনের গোলরক্ষক আন্দ্রে পায়োতভ। সোমবার ইউরো-২০১৬ এর মূলপর্বের টিকিট নিশ্চিত করেছে রাশিয়া। তারা মন্টেনিগ্রোকে হারিয়েছে ২-০ গোলে।