Fri. May 9th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫: মনোনয়নপত্র বাতিলের প্রতিবাদে টাঙ্গাইলে কৃষক 129শ্রমিক জনতা লীগের বুধবারের হরতাল প্রত্যাহার করে নিয়েছেন দলের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। হরতাল ডাকার তিন ঘণ্টা পরে মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি হরতাল প্রত্যাহারের এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনদুর্ভোগ কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহার করা হল। এর আগে, মঙ্গলবার দুপুর পৌনে একটায় টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন জেলা নির্বাচন কর্মকর্তা। এর প্রতিবাদে মঙ্গলবার দুপুর সোয়া ১টায় সংবাদ সম্মেলনে এ হরতালের ঘোষণা দেওয়া হয়। ১০ কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৪২৩ টাকা ঋণ খেলাপির দায়ে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।