Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫: ভারতে নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনা একটি 133স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়তই দেশটিতে ঘটছে কোনো না কোনো নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনা। বাসায় কিংবা রাস্তায় সব স্থানেই নির্যাতনের শিকার হচ্ছে নারী ও শিশুরা। এমনকি বিদ্যালয়েও শিশুদের ওপর নির্যাতন করা হচ্ছে। কখনও স্কেলের ঘা, কখনও নিল ডাউন করে রাখা বা লোহার রডের ছ্যাঁকা। বিভিন্ন ঘটনাই মাঝে মাঝে প্রকাশ্যে এসেছে। শিক্ষকদের অমানবিক এই আচারণের শিকার হল এবার এক কিন্ডারগার্টেনের ছাত্রী। আক্রান্ত ছাত্রীকে গরম ইস্ত্রির ওপর বসিয়ে শাস্তি দিলেন তারই স্কুলের এক শিক্ষক। অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় এই নির্মম ঘটনা ঘটেছে। শিক্ষকের সামান্য একটু কথার অবাধ্য হয়েছিল এটাই ছিল ওই শিশুর অপরাধ। তাই তাকে শিক্ষা দিতে এই কঠিন শাস্তি দেন স্কুলের শিক্ষক। এ ঘটনায় কন্যাশিশুটির পেছনের অনেকটা অংশ পুড়ে গেছে। শিশু সুরক্ষা কমিশন জেলা কালেক্টর ও পুলিশের এসপি-র কাছে এই ব্যাপারে বিস্তারিত জানতে চেয়ে নোটিস পাঠানো হয়েছে।