Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির কথিত শীর্ষ নেতা রেনিন সু’কে রাঙামাটি থেকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ ও বিজিবি।
রাজস্থলী থানার ওসি ওহিদ উল্লাহ সরকার জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ইসলামপুর এলাকার একটি নির্মাণাধীন মসজিদ থেকে রেনিন সু’কে গ্রেপ্তার করা হয়।
রাঙামাটি বিজিবির মেজর শাব্বির আহমেদ, মেজর কামাল পাশা এবং ওসি ওহিদ উল্লাহ এই যৌথ অভিযানের নেতৃত্ব দেন।
মিয়ানমারের এই ‘বিচ্ছিন্নতাবাদী নেতাকে’ রাজস্থলী থানায় রাখা হয়েছে।
চিকিৎসা শাস্ত্রের ডিগ্রিধারী রেনিন সু এক সময় নেদারল্যান্ডসে কাটিয়েছেন। গত কয়েক বছর ধরে তিনি রাজস্থলীতে বাড়ি বানিয়ে স্থানীয় এক মার্মা তরুণীকে বিয়ে করে রাঙামাটিতেই থাকছিলেন।
সেখান থেকেই তিনি আরাকান আর্মির কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর ধারণা।
গত ২৪ অগাস্ট বান্দরবানের থানচির সীমান্ত এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির একটি যৌথ টহল দলের ওপর আরাকান আর্মির হামলা ও গোলাগুলির পর রাজস্থলীতে রেনিন সু’র খোঁজ পায় পুলিশ।
এর দুই দিন পর দুই তলা ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ ও বিজিবি।
রেনিনকে পাওয়া না গেলেও সেখান থেকে তার সহযোগী অং ওয়েন রাখাইনকে আটক করা হয়। আরাকান আর্মির তিনটি পোশাক, ওই পোশাক তৈরির ৩০ গজ কাপড়, তিনটি ল্যাপটপ, তিনটি ক্যামেরা ও দুটি ঘোড়া পাওয়া যায় ওই বাড়িতে।
অং ওয়েন রাখাইন গতমাসে রাঙামাটির আদালতে দেওয়া জবানবন্দিতে স্বীকার করেন, তিনি আরাকান আর্মির একজন সদস্য। রেনিন সু’র বিষয়েও তথ্য দেন তিনি।
ওই বাড়ির দুই কেয়ারটেকার মংচু অং মারমা ও চুইস অং মারমাও গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন।