খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : ইতালীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে তাভেলা সিজার এর লাশ হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কতৃপক্ষ, আজ বুধবার সকাল সোয়া দশটার দিকে তার লাশ হস্তান্তর করা হয়। জানা যায়, আজ রাত নয়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে তার মরদেহ তার নিজ দেশে পাঠানো হবে।
সম্প্রতি রাজধানীর গুলশানে দুর্বৃত্তদের গুলিতে খুন হওয়া ইতালির নাগরিক তাবেলা সিজারের মরদেহ নিতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে অ্যাম্বুলেন্স এসেছে। আজ বুধবার সকাল ৮টার দিকে অ্যাম্বুলেন্সটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছায়।
ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্সটি ঢামেকে পৌঁছালেও ইতালীয় দূতাবাসের কর্মকর্তারা এখনো পৌঁছাননি। তারা পৌঁছলেই ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ তাবেলার মরদেহ তাদের কাছে হস্তান্তর করবে। এরপর মরদেহ নিয়ে ইতালির উদ্দেশ্যে রওনা হবেন দূতাবাসের কর্মকর্তারা। সব আনুষ্ঠানিকতা শেষ করে বেলা ১১ টার মধ্যে তাবেলার লাশ তাদের কাছে হস্তান্তর করা হতে পারে।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২ এর ৯০ নম্বর সড়কে ইতালির নাগরিক তাবেলা সিজারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।