খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ৬৯.২৩ শতাংশ। আগের বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির এ আয় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকের (জুলাই ‘১৫ থেকে সেপ্টেম্বর ‘১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শাহজালাল ইসলামী ব্যাংকের কনসোলেটেড ইপিএস হয়েছে ৩৬ পয়সা।
আগের বছর একই সময়ে ব্যাংকটির এ আয়ের পরিমাণ ছিল ১.১৭ টাকা।
সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির আয় কমেছে ৬৯.২৩ শতাংশ।
তবে হিসাব বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটির আয়ের পরিমাণ বেড়েছে। প্রথম ৯ মাসের (জানুয়ারী ‘১৫ থেকে সেপ্টেম্বর ‘১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী শেয়ারপ্রতি আয় হয়েছে ১.১৪ টাকা। আগের বছর একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ৩৬ পয়সা।
২০০৭ সালে ব্যাংকটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।