খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, ফুলবাড়িয়া, ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ফুলবাড়ীয়া পৌর এলাকায় সড়ক ও জনপথ বিভাগের বিশাল ভূমি অবৈধ দখলে রয়েছে। কর্তৃপক্ষের গাফিলতি ও সীমানা নির্ধারন না থাকায় সুবিধাবাদী লোকজন দখল করে নিয়েছে। এতে সরকারের প্রায় কোটি টাকার সম্পদ বেহাত সহ জন দূভোগ বৃদ্ধি পেয়েছে।
জানাগেছে, সড়ক, ও জনপথ বিভাগের বিভিন্ন পাকা রাস্তার দুপার্শ্বে পৌর অংশে স্থানীয় সুবিধাবাদী লোকজন ঘর, দরজা, বাসা বাড়ী করে স্থায়ীভাবে বসবাস করছে। যান-বাহন চলাচলে মারাত্বক বিঘœ সহ দূর্ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে।স্থায়ীভাবে স্থাপন করে ব্যবসা প্রতিষ্ঠান সহ বসবাস করতে থাকায় সংশ্লিষ্ট বিভাগের সাথে আইনি লড়াই নানা ঝামেলার সৃষ্টি হবে বলে ধারনা করা হচ্ছে। যা পূর্ণ উদ্ধারে সরকারের সমহ ক্ষতির কারন হয়ে দাড়াঁবে। এলাকাবাসীর মতে কর্তৃপক্ষের উদাসীনতা ও দায়িত্বহীনতার ফলে সংশ্লিষ্ট ভূমির সীমানা চিহ্নিত না থাকায় অবৈধ দখলদারের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। অতি সম্পতি কাগজ পত্রে উচ্ছেদ অভিযান দেখানো হলে তা বাস্তবায়ন কবে হবে ফুলবাড়ীয়ার জনগন জানতে চাই।