খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, আগৈলঝাড়া, বরিশাল : অন্যান্য বছরের মতো এবারও বরিশাল বিভাগের সবচেয়ে বেশী দুর্গা পূজার মন্ডপ তৈরি হয়েছে জেলার আগৈলঝাড়া উপজেলায়। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার উৎসবে কোন কমতি নেই এ উপজেলার মানুষের।
উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি সুনীল বাড়ৈ জানান, উপজেলার রাজিহার ইউনিয়নে ৩৯টি, বাকাল ইউনিয়নে ৩৪টি, বাগধা ইউনিয়নে ২১টি, গৈলা ইউনিয়নে ২২টি ও রতœপুর ইউনিয়নে ২৩টি পুজা মন্ডপসহ পাঁচটি ইউনিয়নে মোট ১৩৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পুজার আয়োজন করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলায় ১৩৯টি পূজা মন্ডপের ম্যধ্য ঝুকিপূর্ণ হিসেবে ৬০টি ও অধিক ঝুকিপুর্ণ হিসেবে ৫৪টি মন্ডপকে চিহ্নিত করা হয়েছে। সূত্রে আরও জানা গেছে, প্রতিটি মন্ডপে সার্বক্ষনিক নিরাপত্তা দেয়ার জন্য বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিপুল সংখ্যক আনসার ও সাদা পোষাকধারী পুলিশ সদস্যরা নিয়োজিত থাকবেন। এছাড়াও র্যাবের টহল দল নজরদারীতে থাকবেন।