খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, চুয়াডাঙ্গা : প্রকাশ্যে জনসম্মুখে তিন প্রতিনিধিকে গায়ের জামা খুলে কান ধরে উঠানো- বসানোর প্রতিবাদ ও ভ্রাম্যমান আদালতের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহারের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে ওষুধ বিক্রয় প্রতিনিধিরা।
মঙ্গলবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্বরে মানববন্ধনে মিলিত হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ওষুধ বিক্রয় প্রতিনিধিদের সংগঠন ফারিয়ার সভাপতি নাজমুল হোসনে, সাধারণ সম্পাদক হাফিজ উদ্দীন,ম্যানেজার ইব্রাহিম আলী ও সদস্য নজরুল ইসলাম ও মুকুল রহমান।
বক্তারা বলেন, ভ্রাম্যমান আদালতের নামে ওই দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট যা করেছেন তা মানবাধিকারের চরম লংঘন। কোন সুস্থ্য ও বিবেকবান মানুষ বিচারের নামে এই শাস্তি কোন ভাবেই মেনে নিতে পারছেন না।
আগামী ৭২ ঘন্টার মধ্যে ওই নির্বাহী দুই ম্যাজিস্ট্রেটকে চুয়াডাঙ্গা থেকে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়ে বলা হয়, এই সময়ের মধ্যে দাবি না মানা হলে পরের দিন থেকে চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলায় একযোগে সকল কোম্পানীর ওষুধ সরবরাহ বন্ধ করে দেয়া হবে।
মানববন্ধন শেষে ওষুধ বিক্রয় প্রতিনিধিরা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বেগম সায়মা ইউনুছের কাছে একটি স্মারকলিপি জমা দেন।
প্রসঙ্গত. সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে নির্ধারিত সময়ের বাইরে তিন জন ওষুধ বিক্রয় প্রতিনিধি প্রবেশ করার অভিযোগে ভ্রাম্যমান আদালতের বিচারক মুনিবুর রহমান ও মুশফিকুল আলম হালিম তিন জনকে প্রকাশ্যে জনসম্মুখে গায়ের জামা খুলে কান-ধরে উঠানো বসানো করেন।