খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, দিনাজপুর : দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম এবং দিনাজপুর জেলা পুলিশ সুপার মো.রুহুল আমিনকে সম্মাননা ক্রেস প্রদান করেছে আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুর।
বাংলা ভাষাভাষীদের প্রথম ডিজিটাল প্রিয় টেলিভিশন চ্যানেল “চ্যানেল আই” এর স্বর্ণালী সতের উপলক্ষে চ্যানেল আই’র ব্যাস্থাপনা পরিচালক বিশিষ্ট শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ প্রদত্ত এ সম্মাননা ক্রেস মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম এবং দিনাজপুর জেলা পুলিশ সুপার মো.রুহুল আমিনকে অনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।
এ সময় আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের ভারপ্রাপ্ত সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহন,সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ফোরামের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী,ফোরামের উপদেষ্টা ও জেলা দোকান মালিক ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক জহির শাহ্,উপদেষ্টা রোটারিয়ার রনজিৎ সিংহ, রোটারিয়ান শামীম কবির,যুগ্ম সম্পাদক মিনারুল ইসলাম,যুব সংগঠক মনোয়ারুল আলম,শিক্ষাবিদ কবির মাষ্টার,ধারাভাষ্যকার মোহাম্মদ রফিক,ইউপি সদস্য আজাহার আলী,সদস্য মনতাজুর আলম মনতাসহ ফোরামের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফোরামের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী শারীরিকভাবে অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় দেরীতে হলেও মঙ্গলবার “চ্যানেল আই” এর স্বর্ণালী সতের’র আনন্দে মেতে ওঠে দিনাজপুর।