খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, নগরকান্দা, ফরিদপুর : ‘জ্ঞানই জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নগরকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার নগরকান্দায় পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস -২০১৫। র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল আজিজের সভাপতিত্বে আলোচনা সভা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম. উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুজ্জামান অনু, কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান জিন্নাহ সরদার, নগরকান্দা উপজেলা আ’লীগের সহ সভাপতি আঃ সোবহান, আনন্দ স্কুলের প্রশিক্ষন সমন্বয়কারী মনছুর আহমেদ, নগরকান্দা পৌরসভার কাউন্সিলর মোঃ জাকারিয়া, নিমাই চন্দ্র সরকার প্রমুখ ।