খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, ফুলবাড়ী, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ১৯৩৮ খৃষ্টাব্দে প্রতিষ্ঠিত প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান জছিমিঞা মডেল উচ্চ বিদ্যালয়কে জাতীয় করণের দাবীতে ১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে শিক্ষক, শিক্ষার্থী, গভর্নিং বডির সদস্য অভিভাবক ও এলাকাবাসী মাননীয় প্রধান মন্ত্রীর ১৫ অক্টোবর ফুলবাড়ীর অধুনা লুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার সফরকে সামনে রেখে তার দৃষ্টি আকর্ষনে ফুলবাড়ী থানার সামনে মানব বন্ধন কর্মসুচী পালন করেছে। হাজার হাজার এলাকাবাসী ও শিক্ষার্থীর সমন্বয়ে অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, বিদ্যালয় গভর্ণিং বডির সভাপতি হারুন অর রশিদ, সদস্য ইউসুফ আলী সংগ্রামী, শিক্ষক প্রতিনিধি ওবায়দুল হক ও মহিলা শিক্ষক প্রতিনিধি আখতারা বেগম, প্রমূখ। বক্তারা বলেন, ঐতিহ্যবাহী জছিমিঞা মডেল উচ্চ বিদ্যালয়টি এলাকায় সুনামের সাথে শিক্ষা বিস্তার করে যাচ্ছে । সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফুলবাড়ী উপজেলায় জছিমিঞা মডেল উচ্চ বিদ্যালয়টি জাতীয় করন করা সময়ের দাবী।