Sat. May 10th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : অভিযোগে ফলাফল বাতিল করে ফের পরীক্ষার দাবিতে শহীদ মিনারে অনশন করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আন্দোলনের ২৬তম দিন বুধবার পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনারের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
আজ বুধবার সকাল ১০টা থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদ মিনারের সামনে অবস্থান নেন। এর আগে মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত শহীদ মিনারে অবস্থান করার পর আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন করার কথা থাকলেও বৃষ্টির কারণে তা বাতিল করা হয়েছে।
বুধবার বৃষ্টি থাকলেও তারা সকাল ১০টা থেকে শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করবে বলে দৃঢ় প্রত্যয় প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এদিকে মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল ও প্রশ্ন ফাঁস বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট আবেদনের শুনানি আগামী রবিবার ধার্য করেছেন হাইকোর্ট।