Fri. May 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : শেয়ারের টানা দর বাড়লেও এর পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক। দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এ জবাব দিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে, গত এক মাস ধরেই টানা দর বাড়ছে ব্র্যাক ব্যাংকের শেয়ারের। গত ১৪ সেপ্টেম্বর ব্যাংকটির শেয়ারের দর ছিল ৩৮.৫ টাকা। এরপর টানা এ কোম্পানির শেয়ারের দর বেড়ে ১৩ অক্টোবর ৫০.৪ টাকায় গিয়ে দাঁড়ায়। এ সময়ের ব্যবধানে ব্যাংকের শেয়ারে দর বেড়েছে ১১.৯ টাকা। দর বাড়ার এ হার ৩০.৯০ শতাংশ।
কোম্পানির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য রয়েছে কি না তা জানতে চেয়ে ১৩ অক্টোবর কোম্পানিকে চিঠি দেয় ডিএসই। চিঠির প্রেক্ষিতে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।
এদিকে গত এক বছরে ব্র্যাক ব্যাংকের শেয়ারের সর্বনিম্ন দর ছিল ৩১.৫ টাকা এবং সর্বোচ্চ দর ছিল ৫২.৪ টাকা।