খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জাতীয় ইঁদুর নিধন অভিযান – ২০১৫ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে। সদর উপজেলা সম্মেলন কক্ষে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক সমীর কুমার গোস্বামীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মো: খলিলুর রহমান। অন্যান্যের মধ্যে অলোচনায় অংশ নেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার রমেশ চন্দ্র ব্রহ্ম,অতি: উপ পরিচালক মো: মোয়াজ্জেম হোসেন,জেলা প্রশিক্ষন কর্মকর্তা হরলাল মধু,সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো:মিজানুর রহমান,সদর উপজেলা মৎস কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা,ইঁদুর শিকারী শেখ আজিজুর রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন ইঁদুর আমাদের জাতীয় শত্রু। ইঁদুর নিধন করে সম্পদ রক্ষায় সকলের অংশগ্রহন জরুরী।