খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের সুলতানশি গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী ইমদাদুল মোল্ল্যার নিখোঁজ শিশু কন্যা মরিয়মের লাশ উদ্ধার করা হয়েছে বাড়ীর সেপটিক ট্যাঙ্কি থেকে মঙ্গলবার দুপুরে। সুলতানশি গ্রামে লাশ উদ্ধার করার সময় একজন প্রত্যক্ষদর্শী এ ব্যাপারে মোবাইল ফোনে নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শী জানিয়েছে মৃত মরিয়মকে খুন করে সেপটিক ট্যাঙ্কিতে ফেলে দেয় খুনিরা এক সপ্তাহ আগে। খুন হয়ে যাওয়া শিশু কন্যা মরিয়মের ফুফু শিল্পি বেগম মঙ্গলবার সন্দেহজনকভাবে পুলিশকে সেপটিক ট্যাঙ্কিতে খোঁজার অনুরোধ করলে পুলিশ সেখানে খোঁজ করে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এসআই মো: ইদ্রিস আলীকে জিজ্ঞাসা করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দায়ী ব্যাক্তিদের গ্রেফতার করা হবে।