খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, ছাতক, সুনামগঞ্জ : ছাতকে শারদীয় দুর্গ্যােৎসব পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা সোমবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভুমি) শেখ হাফিজুর রহমান, নির্ববাহী প্রকৌশলী(বিদ্যুৎ) স্বাগত সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, ছাতক থানার ওসি আশেক সোজা মামুন, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল মালেক খান, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, পৌর কাউন্সিলার তাপস চৌধুরী, ঈমাম মাও. নুরুল হক, হিন্দু-বৌদ্ধ-খ্যীস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক হরিদাস রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি মহন্ত রায়, সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার দাস, তাতিকোনা পূজা মন্ডপের সভাপতি মুক্তিযোদ্ধা স্বরাজ কুমার দাস, সম্পাদক বাবুল চৌধুরী, ত্রি-নয়নী সংঘের সভাপতি রানা দত্ত চৌধুরী, সম্পাদক, সুজিত পাল, চৈতন্য সংঘের সভাপতি দীপক দাস, সম্পাদক দীপক কর, কালীবাড়ি কমিটির সভাপতি অলক চৌধুরী, সম্পাদক অরুন দাস, বাজার মহাপ্রভুর আখড়া কমিটির সভাপতি প্রদীপ কুমার দাস সুইট, সম্পাদক সৌরভ রঞ্জন দাস, মহামায়া যুব সংঘের সভাপতি স্বপন পাল, সম্পাদক মিটু কুমার রায়, শিববাড়ি কমিটির সভাপতি আশিষ আচার্য, সম্পাদক সজীব পাল, কুমনা রাখাল তলা কমিটির সভাপতি প্রনব কুমার চক্রবর্তী প্রমুখ। সভায় উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল তার ব্যাক্তিগত তহবিল থেকে উপজেলার ২৫টি পূজা মন্ডপের প্রত্যকটি পূজা কমিটিকে ৫হাজার টাকা করে ১ লক্ষ ২৫হাজার টাকা প্রদানের ঘোষনা করেন। শান্তিপূর্নভাবে পূজা পালনে বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরন, মন্ডপে-মন্ডপে আনসার ও পুলিশ নিয়োগ, দু’জন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে দু’টি মোবাইল কোর্ট, সাদা পোষাকে পুলিশ মোতায়েন ও ওয়ান ওয়ে সড়ক করার সিদ্ধান্ত নেয়া হয় সভায়।