Sat. Jul 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

sirajganjখোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, রায়গঞ্জ, সিরাজগঞ্জ : মঙ্গলবার সকাল ১০টায় রায়গঞ্জের চান্দাাইকোনা ব্রাক (জি কি উ এ এল) কর্মসুচির উদ্দোগে ” প্রতিটিস্থান হোক নারীর জন্য নিরাপদ” প্রতিপাদ্য বিষয়ের উপর যুব সমাবেশ চান্দাইকানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাস ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন Ñরাজেস্বর চন্দ্র বর্মন সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট (জি কি উ এ এল) সিরাজগঞ্জ জেলা সাবেক কৃষি বিষায়ক সম্পাদক ও রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি সিরাজুল ইসলাম ,রায়গঞ্জ উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক ও চান্দাইকেনা হাই স্কুলের সভাপতি শেখ শহিদুল ইসলাম,উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম শিহাব,চান্দাইকোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: রাজ্জাক,রায়গঞ্জ প্রেশক্লাবের সভাপতি টি,এম, কামরুুজ্জামান লাবু,ডা:মোজাম্মেল হক,সুবিধাভোগী-মৌসুমি সরকার ,ব্রাক চান্দাইকোনা এলাকা ম্যানেজার সামসুল ইসলাম প্রমুখ।সমাবেশে উপস্থিত যুবক,যুবতী,অতিথী ও বক্তাগন বাল্য বিবাহ,যৌন হয়রানী,বহু বিবাহ,নারী নির্যাতন প্রতিরোধের অঙ্গিকার করেন।অনুষ্ঠন পরিচালনা করেন লিজা খাতুন ও জাকির হোসেন।