খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, কয়রা, খুলনা : কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে এনজিও সংস্থা উত্তরণ, ইসলামিক রিলিফ বাংলাদেশ, জেজেএস, ব্র্যাক, রূপান্তর, প্রদীপন, সুশিলন, ক্রেল, কেএমএসএস, লিডাস এর সহযোগীতায় আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষ্যে এক বনার্ঢ্য র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনয়াতনে উপজেলা চেয়ারম্যান আ,খ,ম তমিজ উদ্দীনের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রশান্ত কুমার রায়ের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, শিক্ষা অফিসার মোঃ আকবার হোসেন, দারিদ্র বিমোচন অফিসার মোঃ ইদ্রিস আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান চৌধুরী, প্রেস ক্লাবের সভাপতি মুহাঃ হুমায়ূন কবির, সিপিপির উপজেলা টিম লিডার আব্দুল্যাহ আল মামুন লাভলু, এনজিও প্রতিনিধি মোঃ তারিকুল ইসলাম, মাহফুজ কবির, আব্দুল লতিফ, দিপক কুমার মন্ডল, পার্থ কুমার দে প্রমূখ। আলোচনা সভা শেষে উত্তরণের চাইল্ড রেজিলিয়েন্ট প্রকল্পের সহযোগীতায় শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি সদস্যদের মাঝে ৪ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।