খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, লালপুর, নাটোর : নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে লালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জুয়াড়ীকে আটক করেছে।
থানা সূত্রে জানায়ায়, ১২ অক্টোবর সোমবার সন্ধ্যা রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশের একটি দল উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে আরিফের দোকানের পাশে অভিযান চালায়। এসময় জুয়া খেলার অভিযোগে মৃত আলিমুদ্দিনের পুত্র জহুরুল ইসলাম (৩০), মুজাহার আলী মজোর পুত্র শরিফুল ইসলাম (২২), ছবিরের পুত্র আরিফ আলী (২৩) এবং মোহরের পুত্র আকরাম আলী (২৬) কে লালপুর থানা পুলিশ আটক করে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।