খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, মংলা, বাগেরহাট : মংলা পোর্ট পৌরসভা কর্তৃপক্ষ বেওয়ারিশ কুকুর নিধন অভিযান শুরু করেছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত ৫০টিরও বেশী কুকুর হত্যা করে পৌরসভা কর্তৃপক্ষ। খাবারের লোভ দেখিয়ে বিষাক্ত ইনজেকশনের মাধ্যেমে কুকুরগুলো হত্যা করে মাটি চাপা দেওয়া হচ্ছে বলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন।
মংলা পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা এসএম বাদল এ প্রতিবেদককে জানান আশ্বি-কার্তিক মাসে কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। তাই পৌর কর্তৃপক্ষ থেকে বেওয়ারিশ কুকুর অর্থ্যাৎ যে কুকুরের মালিক নেই এমন কুকুর বেছে বেছে ইনজেকশনের মাধ্যমে হত্যা করা হচ্ছে।
বাদল আরো জানান, সোমবার রাত ১২টার পর থেকে এ কুকুর হত্যা অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত ৫০টিরও বেশী মারা হয়েছে। যতদিন মংলা পৌর সভায় বেওয়ারিশ কুকুর থাকবে ততদিন এ অভিযান চলবে বলেও জানান বাদল।
এ ব্যাপারে মংলা পোর্ট পৌর সভার মেয়র জুলফিকার আলী এ প্রতিবেদককে বলেন- এ সময় কুকুরগুলো মানুষকে বিরক্ত করে, কামড় দেয়। কারণ এ সময় তারা বাচ্চা দেয়। কুকুরের কামড়ে মানুষ মারা যেতে পারে তাই পৌরবাসীর কথা চিন্তা করেই কুকুর মারা হচ্ছে।
এদিকে, পৌরসভার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।