খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ব্র্যাক ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ম্যালেরিয়া নিয়ন্ত্রনে কীটনাশক যুক্ত মশারী বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার হাসপাতাল এলাকায় দুপুরে লক্ষ্মীছড়ি ইউনিয়নের বুক্যাছাড় গ্রামের উপজাতীয় জনসাধারণের মাঝে এ মশারী বিতরণ করা হয়। লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মশারী বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান, উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আলাউদ্দিন, ব্র্যাক ম্যানেজার ক্ষেমা প্রু মারমা, স্বাস্থ্য পরিদশক শঙ্খ মিত্র বড়-য়া উপস্থিত ছিলেন। ম্যালেরিয়া প্রবন এলাকা হিসেবে অগ্রাধীকার ভিত্তিতে উপজেলায় সর্ব প্রথম বুক্যাছড়া এলাকার ৩৪জন কে মশারী দেয়া হয়। জানা যায়, চলতি বছর পুরো উপজেলার ৩টি ইউনিয়নে ১হাজার ৮’শ পরিবারের মাঝে প্রয়োজনীয় সংখ্যক মশারি বিতরণ করা হবে।